চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের কানসাট-গোমস্তাপুর আঞ্চলিক সড়কের গোপালনগর মোড় নামক স্থানে একটি ট্রাকে তল্লাশী চালিয়ে প্রায় চার হাজার (৩৯৬৫) বোতল ফেন্সিডিলসহ ট্রাক জব্দ করেছে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। সোমবার সকাল সাড়ে ৮টায় এ তল্লাশী চালানো হয়। এসময় ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার বামারবাগ এলাকার আবদুল জলিলের ছেলে মারুফ ও বরগুনা জেলার আমতুলি উপজেলার কড়ইবুনিয়া এলাকার মোতালেবের ছেলে রাকিব।
জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে ৮টায় র্যাবের একটি দল কানসাট গোপালনগর মোড়ে অভিযান চালায়। এসময় ট্রাকে অভিনব কায়দায় রক্ষিত ৩৯৬৫ বোতল ফেন্সিডিলসহ ট্রাকটি জব্দ করা হয় এবং ট্রাক চালক ও হেলপাকে আটক করা হয়। এঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে র্যাব জানিয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০