চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় দুই সংবাদিকসহ নতুন করে ৩৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১৫৭ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হলো। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৯১ জন।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, রাজশাহীর পিসিআর ল্যাব থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের ৯১ জনের প্রতিবেদনের মধ্যে ৩৫ জনের দেহে করোনা পজেটিভ এবং ৫৬ জনের নেগেটিভ আসে।
তিনি বলেন, আক্রান্তদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ২২, শিবগঞ্জে ৯ এবং গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাটে ১ জন করে। এদের মধ্যে করোনা শনাক্ত হওয়া দুই সাংবাদিক হলেন একজন গোমস্তাপুরের ও অপরজন ভোলাহাটের।
সিভিল সার্জন আরও জানান, আক্রান্ত ব্যক্তিদের উপসর্গ না থাকায় গতকাল বৃহস্পতিবার রাত থেকে তাদের বাড়িতে হোম কোয়ারেন্টাইনের মাধ্যমে চিকিৎসা দেয়া শুরু হয়েছে।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০