চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জে এক কেজি ১৬০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। বুধবার রাতে সোনামসজিদ স্থল বন্দরের জিরো পয়েন্ট এলাকা থেকে ওই স্বর্ণের বার উদ্ধার করা হয়ে। তবে এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
আজ বুধবার সকালে ব্যাটালিয়ন সদর দফতরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল বুধবার রাত সোয়া ১২টার দিকে সোনামসজিদ স্থল বন্দরের জিরো পয়েন্ট সংলগ্ন পানামা গেইট এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১০টি সোনার বার উদ্ধার করে। এসব সোনার বাজার মূল্য অর্ধ কোটি টাকা।
চোরাচালানিরা সোনা চোরাচালানের নতুন রুট হিসেবে সোনামসজিদ স্থল বন্দরকে বেঁছে নিয়েছে বলেও জানান তিনি।
খবর২৪ঘণ্টা.কম/রখc
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০