চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে একটি মামলার রায়ে ৬জনকে যাবজ্জীবন কারাদণ্ড, প্রত্যেককে ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাস করে কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ জিয়াউর রহমান আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলো, হত্যাকান্ডের শিকার আব্দুর রহমানের স্ত্রী সাহার বানু, পুত্র হাকিম, শ্যালক রিয়াজুল, মতিউর, হাবিবুর ও শ্যালিকা হামেরা বেগম।
চাঁপাইনবাবগঞ্জ জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আঞ্জুমান আরা জানান, আব্দুর রহমানের ৩ শ্যালক তার কাছে ৭০হাজার টাকা ধার দেয়। এই টাকা চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ বাধে। এক পর্যায়ে স্বামী আব্দুর রহমান তার স্ত্রীকে শিবগঞ্জ উপজেলার গাজিপুরে শশুর বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর টাকা দেয়া হবে বলে আব্দুর রহমানকে শশুর বাড়িতে ডেকে এনে ২০১২ সালের ২ ফেব্রুয়ারী রাতে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত আব্দুর রহমানের ভাই রফিকুল ইসলাম বাদি হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই রুহুল আমিন অভিযুক্ত ৬ জনের বিরুদ্ধে ২০১২ সালের ১৮ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০