চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কল্যাণপুর এলাকায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। পলাতক রয়েছে ঘাতক ট্রাক চালক।
নিহতরা হল-জেলার গোমস্তাপুর উপজেলার কয়লাদিয়াড় গ্রামের মোঃ জালাল উদ্দিনের ছেলে মোঃ মিজানুর রহমান পলাশ ও একই উপজেলার কলেজপাড়া গ্রামের মোঃ সালাউদ্দিনের ছেলে মোঃ মশিউর রহমান পপেল।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তফা জানান, গোমস্তাপুর থেকে দুই মোটরসাইকেল আরোহী জেলা শহরে আসার পথে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কল্যানপুর হর্টিকালচার সেন্টার এলাকায় ট্রাকটিকে ওভারটেক করার সময় এ দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাঁরা মারা যায়।
পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করেন।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০