চাঁপাই ব্যুরো: চাঁপাই নবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রানিহাটি ডিগ্রি কলেজ মোড় নামক স্থানে ট্রাক চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছে। নিহতরা হল- সদর উপজেলার বড় ইন্দারা এলাকার মত ফজলুর রহমানের ছেলে আসলাম উদ্দিন ওরফে এনামুল (৬৫) ও তার স্ত্রী মিনিয়ারা বেগম (৫৫)। শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম হাবিব জানান, শনিবার দুপুর সাড়ে ১২টা দিকে আসলাম উদ্দিন ওরফে এনামুল তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে যোগে ছত্রাজিতপুর ইউনিয়নের রশিকনগর গ্রামে শ্বশুর বাড়ি যাচ্ছিল। এসময় সোনামসজিদ গামী একটি ট্রাক তাদের চাপা দিলে তারা ঘটনাস্থলেই মারা যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এঘটনায় ঘাতক ঢাকা মেট্রো ট ১৬-১৮৪৫ নম্বরের ট্রাকটি কে অাটক করে থানায় আনা হয়েছে। তবে ট্রাক চালক ও হেলপার পলাতক রয়েছে।খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০