চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালুগ্রামে পিকআপ ভ্যানের ধাক্কায় মামি-ভাগ্নি নিহত হয়েছেন। বুধবার বিকাল সোয়া ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাজশাহীর তানোর উপজেলার জিওল গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী ওরিন আক্তার (২২) ও ভাগ্নি ফারিয়া খাতুন (৩)। তারা একই মোটরসাইকেলে ছিলেন।
সদর থানার ওসি মঞ্জুর রহমান জানান, বিকালে স্ত্রী ও ভাগ্নিকে নিয়ে দেলোয়ার তার শ্বশুরবাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দিয়াড় ধাইনগর যাচ্ছিলেন। এ সময় বালুগ্রামে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ওরিন ও ফারিয়া। দুর্ঘটনায় দেলোয়ার ছিটকে পড়লেও তেমন জখম হননি। পরে পুলিশ এসে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশ দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যান।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০