চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে উদ্ধার যুবকের মরদেহটি ভোলাহাট সীমান্ত এলাকায় নিখোঁজ নুর মোহাম্মদ ওরফে নুরুদ্দীনের। বুধবার সন্ধ্যায় তার পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন এবং রাতে ময়নাতদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। তবে নুরুদ্দীন বিএসএফের গুলিতে মারা গেছেন নাকি অন্য কোনো ভাবে মারা গেছেন তা এখনো নিশ্চিত নয়।
সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, নুরুদ্দীন জেলার ভোলাহাট উপজেলার সীমান্তবর্তী নামোপাঁচটিকরি গ্রামের দুরুল হোদার ছেলে। দুরুল সীমান্তে চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত এবং গত ১ অক্টোবর থেকে নিখোঁজ ছিলো। বিএসএফের গুলিতে মারা গেছেন বলেও এলাকায় গুঞ্জন শুরু হয়। এদিকে বুধবার সকালে সদর উপজেলার বালুগ্রামে মহানন্দা নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক মাহমুদুল হাসান বলেন, নুরুদ্দীনের নিখোঁজ থাকার বিষয়টি তার বাবা বিজিবিকে জানিয়েছিল। কিন্তু নুরুদ্দীন কিভাবে মারা গেছে তা এখনো নিশ্চিত নয়।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০