চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার লক্ষিনারায়নপুর এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ডালিম ইসলাম (৩৫)কে আটক করেছে র্যাব-৫ এর একটি অপারেশন দল।
আটককৃত অস্ত্র ব্যবসায়ি ডালিম গোমস্তাপুর উপজেলার কাঞ্চন তলা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
বিজ্ঞপ্তি সুত্রে জানাযায়, ১৪ই অক্টোবর রাত ১২.০৫ মিনিটে গোপন সংবাদের ভিক্তিতে র্যাব-৫ এর রাজশাহীর সিপিসি১ চাঁপাইনবাবগঞ্জের ক্যাম্পের একটি দল অভিযান পরিচালনা করেন। এসময় অস্ত্র ব্যবসায়ী ডালিমের কাছ থেকে ২টি বিদেশী পিস্তল,৩ টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।
পরে গোমস্তাপুর থানায় আটককৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০