চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শাহীবাগ থেকে শিবিরের সাতকর্মী ও একটি মেসের মালিককে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় হামলার পরিকল্পনা ছিল তাদের।
শনিবার বিকাল পৌনে ৪টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে এমন তথ্যই জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান।
প্রেসব্রিফিংয়ে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর সাড়ে ৪টার দিকে শহরের শাহীবাগের জান মোহাম্মদের মালিকানাধীন ডাক্তার মেসে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় বিপুল পরিমাণ জিহাদী বই, সাংগঠনিক রেজিস্ট্রারসহ ৭ শিবির কর্মীসহ মেসের মালিককে আটক করা হয়।
আটককৃতরা হলেন সদর উপজেলার নরেন্দ্রপুরের মোহাম্মদ মিজান, আব্দুল হামিদ, নারায়ণপুরের হামান আলী ও আব্দুল জাব্বার, শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জের মনিরুল ইসলাম, গোমস্তাপুর উপজেলার শ্যামপুর-বাঙ্গাবাড়ির মোন্তাকিম, নাচোল উপজেলার ঝিকরা মধ্যপাড়ার সুমন রেজা ও মেসের মালিক শাহীবাগের জান মোহাম্মদ।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, তাদের জিজ্ঞাসাবাদ ও উদ্ধার হওয়া সাংগঠনিক রেজিষ্ট্রার পর্যালোচনা করে জানা গেছে, সরকারকে বেকায়দায় ফেলতে নানামূখি নাশকতার পরিকল্পনা ছিল তাদের। এরমধ্যে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রাতেও নাশকতার পরিকল্পনা ছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০