চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাজারাম হতে অস্ত্র গুলি ও একটি মোটরসাইকেলসহ মো.জুয়েল নামে এজন কে আটক করেছে র্যাব। আটক মো.জুয়েল সদর উপজেলার ইসলামপুর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ৫ এর পক্ষ হতে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,শুক্রবার দুপুর পৌনে একটার সময় গোপন সংবাদের ভিত্তিতে রাজারামপুর মালোপাড়া গ্রামস্থ পিয়ার বিশ্বাসের ঘাটে অভিযান পরিচালনা করে ১টিবিদেশী পিস্তল,২ টি ম্যাগাজিন,৮ রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেলসহ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০