চাঁপাই ব্যুরো: একাধীক মোটরসাইকেল চুরির অভিযোগে একজন ক আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটক ওই চোর শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের বিশ্বনাথপুর ঘোনটোলার আফজাল হোসেনের ছেলে মনিরুল ইসলাম ওরফের চোর মনিরুল। চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের এসআই জাহিদ জানান,গত ডিসেম্বর মাসের ১০ তারিখে শহরের বড় ইন্দারা মোড় হতে একটি হিরো ডিলাক্স মোটরসাইকেল চুরি হয়। একটি সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে সনাক্ত করে শনিবার দুপুরে রামচন্দ্রপুর হাট এলাকা থেকে আটক করা হয়। এসআই জাহিদ আরও জানান, মনিরুল শহরে একাধীক চুরির কথা স্বীকার করেছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০