চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সীমান্তরর্ক্ষী বাহিনী বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি’র দেয়া তথ্যমতে,সম্প্রতি ভারত হতে বাংলাদেশে ঢুকছে মরণনেশা ইয়াবা। ইয়াবা পাচারের নিরাপদ রুট হিসেবে বেছে নেয়া হয়েছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত কে। ভারত বাংলাদেশের মাদক ব্যবসায়ী চোরাকারবারিদের সিন্ডিকেট গড়ে তুলে রাতের আধারে ছোট ছোট চালান নিয়ে আসছে বাংলাদেশে।
পরে ইয়াবাগুলো সরবরাহ করা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ,রাজশাহী ও নওগাঁসহ আশপাশের উপজেলাগুলোতে। যার প্রমান মিলেছে বিজিবি’র একাধীক অভিযানে ভারতীয় ইয়াবা উদ্ধারের ঘটনায়। সম্প্রতি বিজিবি সদস্যরা চাঁপাইনবাবগঞ্জের বেশ কয়েকটি সীমান্ত এলাকা হতে একাধীক ভারতীয় ইয়াবার ছোট ছোট চালান আটক করে।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মো.এখলাছুর রহমান জানান,সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ইয়াবার চালান বৃদ্ধি পাওয়ায় নজরদারি বাড়াই বাহিনীটি। তারই ধারাবাহিকতায় পদ্মা নদীর বেড়ি বাঁধ হতে দুই হাজার ৫ পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি সদস্যরা। রোববার (৬ জানুয়ারী) রাতে অভিযান চালিয়ে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
খবর২৪ঘণ্টা/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০