চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র চোরচালান বিরোধি অভিযানে ৩৩৭ বোতল ফেনসিডিল,ভারতীয় শাড়ী,সুট পিস,অনান্য পোষাক,কারেন্ট জালসহ প্রায় ১৩ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন সামগ্রী জব্দ হয়েছে। শনিবার শুক্রবার বৃহস্পতিবার পৃথক অভিযানে এসব সামগ্রী জব্দ করে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩’বিজিবি ব্যাটালিয়নের সৈনিকেরা।
তবে এসব অভিযানে কেউ আটক হয়নি। ব্যাটালিয়ন পরিচালক লে.কর্নেল সাজ্জাদ সরোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান,জেলার শিবগঞ্জ উপজেলার ঘুঘুডাঙ্গা মাঠ এলাকা থেকে শুক্রবার দিবাগত রাত ২টায় ২৪০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। শুক্রবার বিকেল ৪টায় শিবগঞ্জের শিংনগর মাঠ থেকে উদ্ধার হয় ৯৭ বোতল ফেনসিডিল।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার খলিফার চর থেকে শুক্রবার দুপুর ১২টায় ভারতীয় শ্যাম্পু ও প্রসাধন সামগ্রী উদ্ধার হয়। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় সদর উপজেলর চাচ্চুর চর এলাকা থেকে ভারতীয় কারেন্ট জাল,শাড়ী, টি-শার্ট,স্যুট পিস,শার্টের কাপড় ও অন্যান্য সামগ্রী উদ্ধার হয়। জব্দকৃত মালামাল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে বলেও জানান অধিনায়ক।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০