চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ মে) দুপুরে উপজেলার শিংনগর সীমান্তে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে ১২ সদস্য দলের নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার ও ভারতের পক্ষে ১২ সদস্য দলের নেতৃত্ব দেন ৩৬ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট অনিল টিগগা।
এসময় সীমান্তে গুলিবর্ষণ, হত্যা-নির্যাতন, চোরাচালান, মাদক, নারী-শিশুসহ মানবপাচার, অবৈধ অস্ত্র-বিস্ফোরক পাচার, অবৈধ গবাদিপশু প্রবেশ, অবৈধ সীমান্ত পারাপার ইত্যাদি বন্ধের বিষয়ে আলোচনা করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০