চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো খবর ২৪ ঘণ্টা.কম: চাঁপাইনবাবগঞ্জ শহরের ঢাকা বাসষ্ট্যান্ড এলাকা থেকে মঙ্গলবার সকালে ২টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলো, জেলার শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ নামোটোলা গ্রামের গাজলুর রহমানের ছেলে আবু সাইদ সবুজ(২৪) ও অপরজন বাগেরহাট জেলার কুমারখালি মোড়লগঞ্জ গ্রামের মৃত সাহেব আলীর ছেলে আক্কাস আলী(৪৫)।
র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রণ লিডার সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ২টি পিস্তল, ৯রাউন্ড গুলি ও ৪টি ম্যাগাজিন, কাতারের মুদ্রা-১৫ রিয়েল,কোরিয়ান মুদ্রা-১০,০০০ উইনসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
সহ অবৈধ অস্ত্র ব্যবসায়ী আবু সাইদ সবুজ(২৪) ও আক্কাস আলীকে আটক করে। আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০