চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ বিসিক শিল্প নগরীতে নোংরা ও অস্বাস্থকর পরিবেশে নি¤œমানের সেমাই, বুন্দিয়া উৎপাদনের জন্য নিশান ফুড প্রোডাক্টস নামে একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয়ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ এর সহকারী পরিচালক জহিরুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ বিসিক শিল্প নগরীতে অভিযান চালানো হয়। এসময় নিশান ফুড প্রোডাক্টস নামে একটি প্রতিষ্ঠানকে নোংরা ও অস্বাস্থকর পরিবেশে নিম্মামানের সেমাই এবং বুন্দিয়া তৈরীরর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯এর ৪৩ ও ৪৪ ধারা অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে সহায়তা করেন জেলা মার্কেটিং অফিসার নুরুল ইসলাম। সদর থানা পুলিশের একটি টিম নিয়োজিত ছিল।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০