চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে সফিকুল (৫৫) নামে পালিয়ে থাকা এক ধর্ষককে আটক করেছে
সোমবার (২৯ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার কানসাট এলাকা থেকে তাকে আটক করে সদর মডেল থানা পুলিশ। আটক সফিকুল ওই এলাকারই বাসিন্দা। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,অপারেশন) মো. ইদ্রিস আলী বলেন, ছয় বছরের এক শিশুকে ধর্ষণ করে পালিয়ে গিয়েছিল সফিকুল। এরপর থেকেই তাকে আটক করতে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে আসছিল পুলিশ।
‘এরই প্রেক্ষিতে সোমবার পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলামের নির্দেশে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে কানসাট এলাকা থেকে তাকে আটক করা হয়। সফিকুলকে তার বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলায় আটক দেখানো হয়েছে।’
পুলিশের এই কর্মকর্তা জানান, মঙ্গলবার (৩০ জুলাই) আদালতের মাধ্যমে আটক সফিকুলকে জেলহাজতে পাঠানো হবে।
এর আগে গত ২৬ জুলাই চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেলবাগান বস্তিতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ করে পালিয়ে যায় সফিকুল।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০