চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের নরেন্দ্রপুর এলাকা থেকে প্রায় দেড় কেজি হেরোইনসহ মনিরুল ইসলাম ওরফে মনির (৪০) নামে একজনকে আটক করেছে র্যাব। আটককৃত ব্যক্তি হল- সদর উপজেলার হরিশপুর এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে।
র্যাব-৫ এরচাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার সাঈদ মোহাম্মদ আবদুল্লাহ আল মুরাদ জানান, হেরোইন কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার সাড়ে ৪টার সময় সদর উপজেলার নরেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৪০৭ গ্রাম হেরোইনসহ মনিরুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। এঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০