চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নাতিকে স্কুলে রেখে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মোহাম্মদ ওয়াসিম আলী মাষ্টার (৫০) নামে একব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে কানসাট-গোমস্তাপুর সড়কের আব্বাসবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার কানসাট ইউনিয়নের শিবনারায়নপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে নিহত ওয়াসিম তার নাতিকে স্থানীয় কেজি স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় একটি পণ্যবাহী ট্রাক (ঢাকা মেট্রো উ-১১-৩০৪১) কানসাট-গোমস্তাপুর সড়কের আব্বাসবাজার এলাকায় ওয়াসিম আলী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় তিনি ট্রাকটির সামনে এসে পড়লে নিচে চাপা পড়ে মারা যান।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) বাবুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত ওয়াসিম আলীর পরিবারের অনুরোধে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক পলাতক থাকলেও পুলিশ ট্রাকটি আটক করেছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০