খবর২৪ঘণ্টা ডেস্ক: জিহাদি বইসহ জেএমবির তিন সক্রিয় সদস্যকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর ও শিবগঞ্জ থানা এলাকা থেকে আটক করেছে র্যাব। আজ পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল-চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার চাকলা মিয়াপাড়ার মো. রহমত আলী (৪৭), পারএকলামপুর বিশ্বাসপাড়ার মো. জাহাঙ্গীর আলম (৪৩) ও চাকলা কামারটেকপাড়ার মো. মোয়াজ্জেম হোসেন।
র্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আশরাফুল ইসলাম জানান, আটকদের কাছ থেকে জিহাদি বই, পাসপোর্ট, মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়েছে। তাদের র্যাব-৫ এর রাজশাহী সদর দফতরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে তাদের ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০