চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে একটি বে-সরকারি পদ্মা ক্লিনিকে চিকিৎসকের অবহেলার কারণে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। সোমবার দিবাগত রাতে শহরের পদ্মা কিèনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।
নবজাতকের বাবা শাকিল আহম্মেদ জানান, নবাবগঞ্জ সদর হাসপাতাল থেকে রেফার্ড করা তার প্রস্যুতি স্ত্রী মুক্তা বেগমকে সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় পদ্মা ক্লিনিকে ভর্তি করেন। ভর্তি শেষে সিজারিয়ানের জন্য ঔষুধপত্র কিনে দেয়া হয় ক্লিনিক কর্তৃপক্ষকে। কিন্তু ক্লিনিকের ডাঃ মোঃ খাইরুল ইসলাম প্রস্যুতির সিজার না করে প্রায় ৩ ঘণ্টা সময় ক্ষেপন করেন। আর এ কারনে নবজাতকের মৃত্যু হয়।
এ ঘটনায় নবজাতকের আত্মীয়-স্বজন উত্তেজিত হলে ক্লিনিকের ম্যানেজার, চিকিৎসক ডাঃ মোঃ খাইরুল ইসলাম ও নার্সরা পালিয়ে যায়।
তবে, পদ্মা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের নন ডিপ্লোমা নার্স মরিয়ম খাতুন জানান, প্রস্যুতির ওজন বেশী হবার কারণে অজ্ঞান ছাড়া সিজার করা যাচ্ছিল না, আর এ সময়ের মধ্যে প্রস্যুতি মৃত বাচ্চা প্রসব করে।
এ ঘটনায় নবজাতকের বাবা আজ মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং অভিযোগটি আমলে নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনর্চাজ মনজুর রহমান।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০