চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গরুর খামার থেকে ১৫টি গরু লুট করে নিয়েছে ডাকাতরা। গত শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুরে আশরাফুল ইসলামে গরুর খামার থেকে গরুগুলো নিয়ে যায় ডাকাতরা।
এ ঘটনায় পুলিশের জরুরি সেবা ৯৯৯ এ ফোন করেও পুলিশ ঘটনাস্থলে আসতে অনেক দেরি করেছে বলে অভিযোগ করেছেন খামার মালিক আশরাফুল।
এদিকে দায়িত্ব অবহেলার অভিযোগে, গোমস্তাপুর থানায় দায়িত্বে থাকা ৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে গতকাল শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশ লাইন্স এ সংযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে একজন এসআই, দুইজন এ এসআই ও তিনজন কনস্টেবল রয়েছেন।
এদিকে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, সহকারী পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল শামছুল আজম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার জানান, গরু উদ্ধারে পুলিশের অভিযান চলছে। এখন পর্যন্ত ৪ জনকে সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
এদিকে গোমস্তাপুর থানায় দায়িত্বে থাকা ৬ পুলিশ সদস্যকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন ওসি দিলিপ কুমার।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০