চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে র্যাবের একটি দল অভিযান চালিয়ে ১ কোটি ১ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ১ কেজি ১’শ ৩৫ গ্রাম হেরোইনসহ মোঃ নাজিম (৩২) নামে একজনকে আটক করেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মেলারমোড় এলাকায় অভিযান চালায় র্যাব-৫ সদস্যরা। ধৃত ব্যক্তি হচ্ছে জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পাঁরচৌকা গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্প সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি দল জানতে পারে জেলার সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মেলারমোড়স্থ জনৈক হারুন এমপির ভরাটকৃত পুকুর এলাকায় অবৈধ মাদকদ্রব্যসহ অবস্থান করছে।
এ তথ্যের ভিত্তিতে কোম্পানী কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এবং স্কোয়াড কমান্ডার মোঃ ওমর আলী’র নেতৃত্বে র্যাব সদস্যরা গতকাল মঙ্গলবার দিবাগত রাত প্রায় সোয়া ১২ টার দিকে উক্ত স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইনসহ তাকে আটক করে। এ ব্যাপারে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০