চাঁপাইনবাবগঞ্জে প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জে ১০টি ককটেলসহ ২ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ জুন) রাত ১০টার দিকে হুজরাপুর এলাকার সমবায় ব্যাংকের পেছনের আম বাগান থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ শহরের উদয়ন মোড় জিয়ানগর (উসকাঠি পাড়া) এলাকার তবজুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৪০) ও মিস্ত্রিপাড়া এলাকার মৃত নিয়াজ উদ্দীনের ছেলে আব্দুল খালেক (৪২)।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আতিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা ও গোয়ন্দা পুলিশের একটি যৌথ দল শহরের উদয়ন মোড় এলাকায় সমবায় অফিসের পেছনের আম বাগানে অভিযান চলিয়ে ১০টি ককটেলসহ শহিদুল ও খালেককে আটক করে।
আগামী নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টি করে শক্তি প্রদর্শনের জন্য ককটেল নিয়ে তারা গোপন বৈঠকে মিলিত হয়েছিল বলে জানান তিনি।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০