চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মচকইল থেকে এতিম কিশোরী ও এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ মামলার প্রধান আসামী সারোয়ার হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার ভোর ৫ টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সারোয়ার হোসেন নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার পানিহারা অমৃতপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার সাঈদ মোহাম্মদ আব্দুল্লাহ আল মুরাদ জানান, ধর্ষণ মামলার আসামী সারোয়ার ধর্ষণের ঘটনার পর হতেই মচকইলে এক আত্মীয় বাড়িতে আত্মগোপন করে আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সারোয়ার ভারত পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন বলে জানায় র্যাব।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলার পানিহারা অমৃতপুরে এক এমিত কিশোরীকে ধর্ষণ করে সারোয়ার। এঘটনায় ২৪ এপ্রিল নওগাঁ নিয়ামতপুর থানায় ধর্ষক সারোয়ার হোসেনকে একমাত্র আসামী করে মামলা দায়ের করেন ধর্ষিতার বোন। তখন থেকেই সারোয়ার হোসেন পলাতক ছিল।
খবর২৪ঘণ্টা.কম/জন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০