চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়াভাঙা এলাকায় নওশাদ আলী (৬০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত নওশাদ আলী হচ্ছেন- একই এলাকার মৃত্য আশরাফ আলী মন্ডলের ছেলে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকাল ৮টার সময় বাবুপুর মিরাটুলি গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সকালে কৃষি কাজের জন্য নিজ বাড়ি হতে ট্রলি বের করছিলেন নওশাদ। এ সময় নওশাদের মামাতো ভাই জাহাঙ্গীর আলম, নাসিম ও মুক্তার তাকে বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে নওশাদ আলীকে লাঠি দিয়ে বেধরক মারধর করলে তিনি গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা নওশাদ আলীকে উদ্ধার করে রানিহাটি বাজারের এশটি ক্লিনিকে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০