চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে এক জনপ্রতিনিধিকে অস্ত্র ও হেরোইন দিয়ে ফাঁসানোর অভিযোগে পুলিশের সোর্স আব্দুল খালেককে আটক করেছে পুলিশ। এ সময় দুটি আগ্নেয়াস্ত্র ও ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে আটকের পর দুপুরে তাকে গণমাধ্যমের সামনে হাজির করা হয়। আব্দুল খালেক সদর উপজেলার জোড়া বকুলতলা গ্রামের ভুটু আলীর ছেলে।
পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, আব্দুল খালেক দুটি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড গুলি ও ২০০ গ্রাম হেরোইন রাখেন সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়য়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কাশেমের বাড়ির পেছনে। পরে আব্দুল খালেকই পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে অস্ত্র ও হেরোইন উদ্ধার করে। কিন্তু ঘটনা সন্দেহজনক হলে সোর্স আব্দুল খালেক কে আটক করা হয়। পুলিশ সুপার জানান, ইউপি সদস্য আবুল কাশেমকে ফাঁসানোর জন্যই আব্দুল খালেক অস্ত্র ও মাদক রেখেছিল বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০