চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মেলার মাঠ সংলগ্ন একটি আম বাগানে শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল,২টি ম্যাগজিন,৫ রাউন্ড গুলি ও ১শ’ গ্রাম হেরোইনসহ দু’জনকে আটক করেছে পুলিশ। আটককৃৃতরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার খড়িয়াল গ্রামের মৃত.হাবিবুর রহমান ওরফে ফাক্কুর ছেলে শাহ আলম (৩৬) ও চাঁপাইনবাবগঞ্জ শহরের মসজিদপাড়ার
মাসুদ রানার ছেলে সুলতান আলী (৩২)। সদর থানার উপপরিদর্শক (এসআই) মহসীন আলী জানান,অস্ত্র ও মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে আমবাগানে অবস্থানের গোপন খবরে রাত দেড়টার দিকে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় ধাওয়া করে আটক করা হয় শাহ আলম ও সুলতানকে। পরে দেহ তল্লাশী করে শাহ আলমের নিকট অস্ত্র ও সুলতানের নিকট হেরোইন পাওয়া যায়। এ ঘটনায় শনিবার সদর থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
খবর২৪ঘণ্টা.কম/জন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০