চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের মুসলিমপুর এলাকা থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী ফয়সাল আলীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
গ্রেপ্তারকৃত ব্যক্তি গোমস্তাপুর উপজেলার ফরিকপাড়া মহল্লার ফিটু মিয়ার ছেলে ফয়সাল আলী (১৯)।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার মুসলিমপুর এলাকার আমবাগান থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ জানান, শিবগঞ্জের মুসলিমপুর এলাকার একটি আমবাগানে কয়েকজন অবৈধ অস্ত্র বেচাকেনা করছে। এই সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিম ওই আমবাগানটিতে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও ফয়সালকে আটক করে র্যাব। আটকের পরে তার দেহ তল্লাশি করে উপরে উল্লেখিত অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল র্দীঘদিন ধরে বিভিন্ন জায়গায় অস্ত্র সরবরাহ ও কেনাবেচার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০