চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: মাদক তালিকাভুক্ত চাঁপাইনবাবগঞ্জের শীর্ষ ইয়াবা সম্রাট ও সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীদ রানা টিপুকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, টিপু আইয়ুব হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ছিলেন। তাকে ওই মামলার আসামী হিসেবে গ্রেফতার দেখিয়ে আদালতে চালান দেয়া হবে।’
এদিকে, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান,‘তাঁর বিরুদ্ধে চাঞ্চল্যকর আইয়ুব হত্যা মামলাসহ মাদকের ৩টি মামলা রয়েছে। তিনি আরো বলেন, সরকারের মাদক বিরোধী অভিযানের পর থেকেই মাদক তালিকাভুক্ত জেলার শীর্ষ এই ইয়াবা স¤্রাট পলাতক ছিলো।
পুলিশ দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতারের জন্য চেষ্টা করছিলো।’
অন্যদিকে, ইসলামপুর ইউনিয়ন পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক ও আইয়ুব হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ওমর খৈয়ম জানান,‘আইয়ুব হত্যা মামলায় সে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে থাকলেও; পরে চাঁপাইনবাবগঞ্জের নিম্ন আদালতে হাজিরা না দেয়ায় তার বিরুদ্ধে আদালত ওয়ারেন্ট জারি করেন।’
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০