চাঁদপুরের হাজীগঞ্জে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আবু তাহের মোল্লা (৫৫) ও মামুন মোল্লা (২৫) দুজন নিহত হয়েছেন।
সোমবার (৬ মে) দুপুরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের বাকিলা ইউনিয়নের গোগরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও তিন যাত্রী। নিহতরা সম্পর্কে বাবা-ছেলে বলে জানা গেছে।
নিহত দু’জনই হাজীগঞ্জ উপজেলার গন্দব্যপুর ইউনিয়নের মোল্লা বাড়ির বাসিন্দা।
এ ঘটনায় আহতরা হলেন ওই উপজেলার কাশিমপুর গ্রামের কেরামত আলী (৫৮), শাহ আলম (৪০) ও মনির হোসেন (৩০)। তারা বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ।
তিনি বলেন, দুজনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশা আমাদের হেফাজতে আছে। পিকআপের চালক ঘটনার পর পালিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বাবা-ছেলের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
বাকিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, দুপুর দেড়টায় এ দুর্ঘটনা ঘটে। আমরা নিহত ও আহতদের পরিচয় জানতে পেরেছি। নিহতরা ও আহত সকলেই গরুর ব্যবসায়ী। পুলিশ ঘটনাস্থল থেকে দু’জনের মরদেহ উদ্ধার করেছে।
বিএ...
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০