খবর২৪ঘণ্টা ডেস্ক: চাঁদপুর-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর ও চাঁদপুর-২ আসনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. মাজেদুর রহমান খান তাদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন।
এর আগে চাঁদপুর-১ আসনে ড. মহীউদ্দীন খান আলমগীর ও গোলাম হোসেনকে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন দেয়া হয়। উভয়ই মনোনয়ন পত্র দাখিল করেন। কিন্তু আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) চেয়ারম্যান গোলাম হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করেন নেতাকর্মীরা।
অপরদিকে গত ৮ অক্টোবর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বিরুদ্ধে ১১ বছর আগে দায়ের করা মামলায় অভিযোগ থেকে তাকে খালাস দেয়া হয়। একইসঙ্গে মায়ার বিরুদ্ধে নিম্ন আদালতের দেয়া ১৩ বছরের সাজার রায়ও বাতিল করা হয়।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০