খবর২৪ঘণ্টা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ছেলের হাতে বাবা আবু সাইদ (৬৫) খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে বকশীগঞ্জের বগারচর ইউনিয়নের উঠানোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করেছে। একইসঙ্গে আবু সাইদের ছেলে স্বপন মিয়াকে (৩০) আটক করা হয়েছে।
জানা গেছে, বেশ কিছুদিন ধরে নানা বিষয় নিয়ে পারিবারিক কলহ চলছিল স্বপন মিয়ার। সেই কলহের জের ধরে গতকাল বিকেলে স্বপনের স্ত্রী তার বাবার বাড়ি দিনাজপুরে চলে যান। এতে করে বাবা আবু সাইদের প্রতি আরও ক্ষিপ্ত হন স্বপন। গতকাল রাতে বাবা আবু সাইদের সঙ্গে ঝগড়ার একপর্যায়ে তাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন স্বপন। এতে তিনি গুরুতর আহত হন।
ওই সময় বাবাকে উদ্ধার করতে এলে বড়ভাই রিপন মিয়ার ওপর চড়াও হন স্বপন। সেখানে স্বপনের হাতুড়ির আঘাতে রিপনের মেয়ে লিমা (৫) গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে বৃদ্ধ আবু সাইদ মারা যান।
আহত লিমাকে ময়মনিসংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তার অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে আজ সকালে পুলিশ গিয়ে আবু সাইদের লাশ উদ্ধার করেছে। একই সময় ঘটনাস্থল থেকে রক্তমাখা হাতুড়ি উদ্ধারসহ স্বপনকে আটক করা হয়।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, স্বপন মিয়াকে আটক করা হয়েছে।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
খবর২৪ঘণ্টা, /জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০