নিজস্ব প্রতিবেদক :
চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি বছরের সবচেয়ে কম তাপমাত্রা। বৃহস্পতিবার এ তাপমাত্রা রেকর্ড করা হয়। অন্যান্য স্থানের তুলনায় রাজশাহী ও আশেপাশের উপজেলায় কনকনে শীত পড়েছে। শীতে সবচাইতে বেশি সমস্যার মধ্যে পড়েছেন সাধারণ খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। গতকাল বুধবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ও
সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ১৫ ডিগ্রি, রংপুর ১০ দশমিক ৪ ডিগ্রি, বরিশাল ৯ দশমিক ২ ডিগ্রি, খুলনা ১০ ডিগ্রি, ময়মনসিংহ ১০ দশমিক ৩ ডিগ্রি, সিলেটে ১৪ দশমিক ২ ডিগ্রি ও চট্টোগ্রামে ১৪ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪ দশমিক ৭ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসের আদ্রতা ছিল ১০০ শতাংশ ও সন্ধ্যা ৬টায় বাতাসের আদ্রতা ছিল ৭৭ শতাংশ। আরো তীব্র ও কনকনে শীত পড়তে পারে।
খবর ২৪ ঘন্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০