খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন আগামী ২৯ মার্চ। ঢাকার সদ্য সমাপ্ত দুই সিটির মতোই ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোটগ্রহন হবে এই সিটিতে। একইদিন বগুড়া-১ ও যশোর-৬ আসনে উপনির্বাচনও অনুষ্ঠিত হবে।
রবিবার নির্বাচন কমিশনের (ইসি) সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর সাংবাদিকদের জানিয়েছেন। এর আগে বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ৬১তম কমিশন সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী, কবিতা খানম ও সচিব মো. আলমগীরসহ ইসির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০