খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: চট্টগ্রাম নগরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। মহানগরীর এয়ারপোর্ট রোডে তেলবাহী লরির ধাক্কায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফরিদপুর সদরের ছালনা এলাকার ফারুক শেখের ছেলে আল আমিন (২১) ও একই এলাকার শহীদ শেখের ছেলে রাব্বি শেখ (১৭)। নিহত দু’জন সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই।
জেলা পুলিশ মেডিকেল টিম-১ এর এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ‘মোটরসাইকেল আরোহী দুই যুবককে তেলবাহী একটি লরি ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আল আমিন মারা যান। গুরুতর আহতাবস্থায় রাব্বি শেখ নামে আরেক আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
এদিকে, বুধবার রাতে চট্টগ্রাম মহানগরীর বন্দরের এনসিটিটি ২ নম্বর গেইট এলাকায় ট্রাকে মালামাল লোড করার সময় ফরহাদ মুরাদ (৩৩) নামে একজন নিহত হয়েছেন। ফরহাদ নগরীর বন্দর থানার আবু হাফর চেয়ারম্যানের বাড়ির জমির আহমদের ছেলে। তিনি মেঘনা গ্রুপের প্রতিষ্ঠান ইউনাইটেড শিপিং লাইনস লিমিটেডের কর্মকর্তা।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আমির বলেন, ‘মালামাল লোড করার সময় ট্রাকচাপায় মুরাদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০