জেলা প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরীরতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বিষপানে আত্মহত্যা করেছে স্বামী নাজিম উদ্দিন (৪০)। ইপিজেড থানাধীন আজমল আলী সড়কের একটি ভাড়া বাসায় থাকতেন তারা। সোমবার দিনগত রাতে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, পকেট গেট এলাকার মামার কলোনিতে স্ত্রীসহ ভাড়া থাকতেন আনোয়ারার বরুমছড়ার কবির আহমদের ছেলে নাজিম উদ্দিন। সোমবার রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বিষপানে গুরুতর অসুস্থ হলে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন স্ত্রী। এরপর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মরদেহ বুঝে নিতে আনোয়ারা থেকে নাজিমের স্বজনরা আসছেন বলেও জানান এএসআই আলাউদ্দিন।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০