খবর২৪ঘণ্টা ডেস্ক: চট্টগ্রাম নগরের সিইপিজেড (চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল) মোড়ে লরিচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। নিহত দুই ব্যক্তির মধ্যে একজন বরগুনার রাজু মিয়া (৪০) বলে জানা গেছে। তবে প্রাথমিকভাবে নিহত অপর ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে সিইপিজেড মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আজ ভোর ৬টার দিকে নগরের সিইপিজেড মোড় এলাকায় একটি লরি উল্টে ওই দুই পথচারীকে চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে কতব্যরত চিকিৎসক ২ জনকেই মৃত্যু ঘোষণা করেন।
চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০