খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: চট্টগ্রাম নগরীর কতোয়ালী থানার নিউমার্কেট মোড়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় আবু নাসের (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত নাসের মাছ ব্যবসায়ী ছিলেন। শনিবার সকাল সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসাই হামিদ বলেন, ৬ নম্বর যাত্রীবাহী বাসের ধাক্কায় নাসের গুরুতর আহত হন। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০