খবর২৪ঘণ্টা ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে দুই শিশুসহ আরও তিনজন।
বুধবার (৮ জানুয়ারি) রাত ৮ ও ১১টার দিকে এ দুর্ঘটনা দুটি ঘটে।
প্রথম দুর্ঘটনাটি উপজেলার কুমিরা ইউনিয়নের গুল আহম্মদ জুট মিলস এলাকায় ঘটে। এতে দুইজন নিহত ও শিশুসহ অপর দুইজন আহত হয়েছেন।
নিহত দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মিরসরাই উপজেলার সমিতির হাট গ্রামের বাসিন্দা মেজবা উদ্দিন(৩৫) ও একই গাড়িতে থাকা উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল লতিফপুরের বাসিন্দা মো. আবদুল্লাহ(৩৩)।
অপর ঘটনায় সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছে তার শিশু ছেলে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। পরে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ অবরোধ তুলে দেয়।
এ ঘটনায় নিহত নারীর নাম-পরিচয় জানা যায়নি।
সীতাকুণ্ড জোনের ট্রাফিক পরিদর্শক (টিআই) রফিক আহম্মদ মজুমদার বলেন, ওই নারী নিহত হওয়ার পর ফকিরহাট এলাকায় পথচারী সেতু নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। রাত সাড়ে ১১টার দিকে তাদের বুঝিয়ে অবরোধ তুলে দেন তারা।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০