সবার আগে.সর্বশেষ  
ঢাকামঙ্গলবার , ১১ ডিসেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ধারালো অস্ত্রের কোপে পুলিশ আহত, গুলিবিদ্ধ ১

অনলাইন ভার্সন
ডিসেম্বর ১১, ২০১৮ ১০:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা ডেস্ক: চট্টগ্রামের কোতোয়ালী থানার আসাদগঞ্জে আসামি আজাদকে গ্রেফতারে অভিযানে গিয়ে দুই পুলিশ সদস্যসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। এ সময় পুলিশের পাল্টা গুলিতে আহত হয়েছেন সন্ত্রাসী আজাদও। আহতদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে আসাদগঞ্জ কালাবাগিচা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন- কোতোয়ালী থানার পুলিশ কনস্টেবল মোহাম্মদ রাসেল মিয়া, এসআই আবু হায়াত আরেফিন ও স্থানীয় বাসিন্দা কফিল উদ্দিন। এ ছাড়া পুলিশের গুলিতে আহত হয়েছেন আসামি আজাদ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন গণমাধ্যমকে বলেন, ‘সন্ত্রাসী আজাদ অস্ত্র ও মাদকসহ ৭টি মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানা পুলিশের একটি টিম আজ মঙ্গলবার রাতে আসাদগঞ্জ কালাবাগিচা এলাকায় তাকে গ্রেফতারে অভিযানে যায়।

এ সময় পুলিশের উপস্থিতি টেরে পেয়ে সে ধারালো অস্ত্র নিয়ে ঘরের ভেতর অবস্থান নেয়।’
‘পুলিশ দরজা খুলে ভেতরে প্রবেশের চেষ্টা করতেই আজাদ পুলিশ কনস্টেবল মোহাম্মদ রাসেল মিয়ার মাথায় ও স্থানীয় বাসিন্দা কফিল উদ্দিনের পায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। এ ছাড়া একই ঘটনায় এসআই আবু হায়াত আরেফিনও আহত হয়েছেন।’ বলেন ওসি মোহাম্মদ মহসিন।

তিনি আরও বলেন, ‘এ সময় পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে সন্ত্রাসী আজাদ পায়ে ও হাতে গুলিবিদ্ধ হয়। আহতদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

খবর২৪ঘণ্টা, জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।