খবর২৪ঘণ্টা ডেস্ক: চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকার একটি জঙ্গি আস্তানায় র্যাব-৭ এর অভিযান চলছে। এ সময় সেখানে দু’পক্ষের মধ্যে গুলিবিনিময় ও বেশ কয়েকটি বোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
শুক্রবার (০৫ অক্টোবর) র্যাব-৭ এর ফেনী ক্যাম্প পিপিএম অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব বলছে, চট্টগ্রামের মিরসরাই জোরারগঞ্জ বিএসআর এরএম স্টিল মিল ও বারইয়ার হাটের মাঝামাঝি সোনা পাহাড় এলাকার একটি বাড়িতে অবস্থান নেয়া জঙ্গিদের সাথে তাদের গোলাগুলি হচ্ছে। আস্তানায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে। ঢাকা থেকে বোম ডিসপোজাল টিম রওনা দিয়েছে। তারা আসলে র্যাব বাড়ির ভেতরে ঢুকবে।
জোরারগঞ্জের উত্তর সোনাপাহাড় মইনউদ্দিন চৌধুরী পেট্রোল পাম্পের সামনে মাজহারুল ইসলাম চৌধুরীর মালিকানাধীন চৌধুরী ম্যানশন নামক একটি বাড়িতে এ অভিযান চলছে। র্যাব বাড়ির মালিক, কেয়ারটেকারসহ কয়েকজনকে তাদের হেফাজতে নিয়েছেন বলে জানিয়েছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান।
র্যাব যাদের জঙ্গি বলে সন্দেহ করছে তারা এ বাড়িতে গত ২৯ তারিখ থেকে অবস্থান করছে বলে জানান তিনি।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০