চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৩৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ১৬ দশমিক ৭৪ শতাংশ। মোট আক্রান্ত হয়েছেন ৯৫ হাজার ৮২০ জন।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় দুই হাজার ১৮টি। নতুন আক্রান্তদের মধ্যে ২২৬ মহানগর এলাকা এবং ১১২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হাটহাজারী উপজেলায়, ৩৩ জন। এ ছাড়া ফটিকছড়ি উপজেলায় ২৬ জন, রাউজান উপজেলায় ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় দুই হাজার ১৮টি নমুনা পরীক্ষা করে ৩৩৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।
আগের দিন মঙ্গলবার চট্টগ্রামে করোনায় ১১ জনের মৃত্যু হয়। এদিনে দুই হাজার ২৫০টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৪৩৮ জনের।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০