খবর ২৪ ঘণ্টা ডেস্ক: চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার এসআই সিদ্দিকুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমান রিমান্ড আবেদনটি মঞ্জুর করেছেন।
এর আগে রোববার পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ওই পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডের আবেদন করেছিল।
পুলিশের সহকারী কমিশনার শাহাবুদ্দিন আহমদ বলেন, ওই পুলিশ সদস্য সিদ্দিকুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডের আবেদন করেছিল কাউন্টার টেরোরিজম ইউনিট। আদালত দুইদিনের রিমান্ডের অনুমতি দিয়েছে।
এ আগে র্যাব ও পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের যৌথ অভিযানে শুক্রবার রাতে নগরের ডবলমুরিং থানার সিজিএস কলোনি থেকে তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা ও ৮০ হাজার টাকা জব্দ করা হয়। ছিদ্দিকুর রহমান নগর পুলিশের বন্দর জোনে কর্মরত ছিলেন।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০