স্টাফ রির্পোটার: উগ্রবাদ প্রতিরোধে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নতুন একটি সচেতনতামূলক গান গাইলেন কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক রবি চেীধুরী। উগ্রবাদ প্রতিরোধে চলো হাতে রাখি হাত, ধর্ম বর্ণ নির্বিশেষে গরি প্রতিবাদ"- এমন কথায় গানটি লিখেছেন বিনোদন সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু। গানটির সুর সংগীত শিল্পীর নিজেরই করা। গানটি ইউএসএআইডির সহযোগিতায় এবং জাগো নারী উন্নয়ন সংগঠনের পরিবেশনায় তৈরি হয়েছে। এরইমধ্যে গতকাল গানটি প্রকা্শ হয়েছে রবি চেীধুরীর নিজস্ব ইউটিউব চ্যানেলে। গানটি নিয়ে গীতিকার আশিক বন্ধু বলেন,
উগ্রবাদ প্রতিরোধে গানটি লিখতে পেরে ভালো লাগছে। কারন সচেতনতামূলক একটি কাজে নিজেকে যুক্ত রাখতে পারার অনেক। রবি চেীধুরী বলেন- আমাদের সামাজিক দায়িত্ববোধ আছে, তাই উগ্রবাদ প্রতিরোধে এই গানটি গেয়ে বেশ শান্তি লাগছে। সমাজের মানুষ গানে গানে সচেতন হোক- এটাই আশা করি সবসময়।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০