খবর২৪ঘণ্টা ডেস্ক: ভারতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে ঘুমিয়ে থাকা লোকজনের ওপর উঠিয়ে দেয়ার ঘটনায় সাতজন নিহত হয়েছে। এদের মধ্যে চারজন নারী এবং তিন শিশু। এরা সবাই একই পরিবারের সদস্য। উত্তর প্রদেশের উত্তরাঞ্চলীয় বুলান্দশার জেলায় শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে।
তীর্থযাত্রায় এসেছিল ওই পরিবারটি। তারা বৃহস্পতিবার রাতে ফুটপাথের ওপরই ঘুমিয়ে ছিল। শুক্রবার সকালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঘুমিয়ে লোকজনের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়েছে।
বুলান্দশারের নারাউরা এলাকায় গঙ্গাঘাটের কাছেই ওই দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিক খবরে জানা গেছে, নিহতরা উত্তর প্রদেশের হাথরাস এলাকার বাসিন্দা। তারা গঙ্গায় স্নান সেরে নারাউরা ঘাটে এসেছিলেন।
দুর্ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন ওই বাসের চালক। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। দুর্ঘটনা তদন্ত করছে পুলিশ। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
খবর২৪ঘণ্টা, এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০