রাজশাহীর পুঠিয়ায় সোহান (২০) নামের এক যুবকের পুকুরে পড়ে ডুবে মৃত্যু হয়েছে। সোহান মৃগী রোগে আক্রান্ত ছিল। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
শুক্রবার দুপুর তিনটার দিকে পুঠিয়ার শিলমাড়িয়া গ্রামে এঘটনা ঘটে। সোহান একই গ্রামের আমজাদ আলীর ছেলে।
শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল জানান, ছেলেটির মৃগী রোগ ছিল। প্রতিদিনের মত শুক্রবার দুপুরে সে বিলে ঘাস কাটতে যায়। বিলে পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় সে পা পিছলে পড়ে পুকুরের পানিতে ডুবে যায়।
পরে থানায় খবর দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন বলেন, তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নাই। তার পরিবার ও আশেপাশের লোকজন থেকে জানা গেছে সে মৃগী রোগে আক্রান্ত ছিল। তবে লাশের ময়নাতদন্ত করা হবে কিনা এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০