খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: বিরাট কোহলির হাফসেঞ্চুরি সত্ত্বেও ঘরের মাঠে রাজস্থানের কাছে হারল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। হাই-স্কোরিং ম্যাচে বিরাটদের মাঠে ১৯ রানের জয় তুলে নিয়েছে অজিঙ্ক রাহানের দল।
ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হার দিয়ে একাদশ আইপিএল অভিযান শুরু করে বেঙ্গালুরু। চিন্নাস্বামীতে লেডি লাক জয়ে ফেরায় ক্যাপ্টেন কোহলিকে। আইপিএল-১১'র প্রথম জয় তুলে নেয় আরসিবি। তৃতীয় ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে হারে কোহলিরা।
ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করে রাজস্থান রয়্যালস। স্যামসনের ৪৫ বলে ১০ ছক্কা এবং ২টি বাউন্ডারির সাহায্যে গড়া ৯২ রানের ইনিংসে ভর করে ২১৭ রানের পাহাড় গড়ে রাজস্থান।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০