খবর২৪ঘণ্টা ডেস্ক: বছর চারেক আগে বিলাসবহুল হোটেলের ঘর থেকে উদ্ধার হয়েছিল শশী থারুরের স্ত্রী সুনন্দা পুষ্করের দেহ। জট বেঁধেছিল রহস্য। ঘুমের ওষুধ খেয়েই আত্মহত্যা? নাকি পিছনে অন্য কোনও গল্প? তৈরি হয়েছিল প্রশ্ন। অবশেষে মিলল চার্জশিট। যেখানে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে কংগ্রেস সাংসদ শশী থারুরের।
সোমবার পাতিয়ালা হাউস কোর্টে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে চার্জশিট জমা দেয় দিল্লি পুলিশ। সুনন্দা পুষ্করের মৃত্যুতে আত্মহত্যা বলেই উল্লেখ করেছে পুলিশ। ৩০২ ধারায় মামলা রুজু করা হয়েছে। শশী থারুরের বিরুদ্ধে দুটি ধারায় মামলা করা হয়েছে, আত্মহত্যার প্ররোচনা ও স্ত্রী’র নিষ্ঠুর আচরণ।
২০১৪-র ১৭ জানুয়ারি দিল্লির লীলা প্যালেস হোটেলের ৩৪৫ নম্বর রুম থেকে উদ্ধার হয়েছিল সুনন্দার দেহ। সেদিন রাতেই বন্ধ করে দেওয়া হয় ওই হোটেলের ঘর। গত মাসে তদন্তের স্বার্থে খোলা হয়েছে ঘরটি। বিজ্ঞানসম্মত সব তদন্ত শেষ হতেই পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম এই রিপোর্ট পেশ করেছে এদিন।
বিজেপি নেতা সুব্রহ্মণ্য স্বামীর আবেদনের ভিত্তিতে পুলিস এই স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে ঘটনার তদন্তের নির্দেশ দেয় অ্যাপেক্স কোর্ট।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০